নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া বলেছেন- বর্তমানে দলের চেয়ারপার্সন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অনেক সিনিয়র নেতা এবং কর্মী মিথ্যা মামলায় হয়রানি হচ্ছেন। আবার কারা ভোগ করছেন। পালিয়ে বেড়াচ্ছেন। নির্যাতনেরও শিকার হচ্ছেন। ওদিকে প্রতিদিন নারী ও শিশু ধর্ষণ নিপীড়নের ঘটনা ঘটছে। দেশের মানুষ আজ ক্রান্তিকাল অতিক্রম করছেন। এমতাবস্থায়, দল করার নামে দলের জৈষ্ঠ্য নেতাদের নাম ব্যবহার করে দলের নেতা-কর্মীদের মাঝে কেউ কেউ বি-শৃঙ্খলা সৃষ্টি করে ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র করছেন। বিএনপিতে এই মুহূর্তে ঐক্যের কোনো বিকল্প নাই।
আজ মঙ্গলবার সকালে শীর্ষ অনলাইন নিউজ এজেন্সী এফএনএসকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন। জিয়াউল হক জিয়া বলেন, সত্য একটা কথা বলতে হয়- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানে সাথে দলের প্রতিষ্ঠা লগ্নে যেই ব্যক্তিরা ছিলেন তাঁর মধ্যে প্রথম সারিতে ছিলেন শহীদ জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ। তিনি জাগো দল বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন। এই মওদুদ আহমদের হাত ধরেই অনেক নেতা জাগো দল এবং বিএনপিতে এসেছেন। এরপর দলীয় রাজনীতির প্রেক্ষাপটে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল থেকে অনেকেই বিএনপি নেতা সৃষ্টি হয়েছেন। নোয়াখালীতে দলের জৈষ্ঠ্য নেতারা হলেন- জননেতা ব্যারিষ্টার মওদুদ আহমদ, মোহাম্মদ শাহাজাহান, জননেতা বরকত উল্যাহ ভুলু, জননেতা জয়নুল আবদিন ফারুক, জননেতা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মো. জাকারিয়া, অ্যাডভোকেট কামরান, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট আবদুর রহমান, গোলাম হায়দার বিএসসি, হিরু ভাই, মাহে আলম, আবুল খায়ের, জাহাঙ্গীর আলম, জসীম উদ্দিন, ফিরোজ আলম মতিন, খান মিয়া, শাহা আলম, শাহীন, গিয়াস উদ্দিন সেলিম, আবদুল মালেক, হারুনুর রশিদ হারুন, মাহাবুব আলম আলো, শ্রী কামাইক্ষা ও কিরণ।
জিয়াউল হক জিয়া এক প্রতিক্রিয়ায় বলেন, বর্তমানে নোয়াখালী জেলায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক এবং একইভাবে কোম্পানীগঞ্জ উপেজেলা ও কবিরহাট উপজেলায় অসংখ্য ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মিরা বিএনপিতে নেতৃত্ব দেয়ার এবং জনপ্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন। নোয়াখালী জেলা বিএনপির উপদেষ্টা এই জিয়াউল হক জিয়া আরো বলেন, আজ দেশে ও আমেরিকা-কানাডা প্রবাসে এটি প্রমাণিত হয়েছে। এজন্য এদেরকে শ্রদ্ধাবরে স্বরণ করি। যারা মারা গেছেন তাদের মাগফেরাত কামনা করি। শহীদ জিয়া মরিয়াও অমর। এক জিয়ার লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। জিয়াউল হক জিয়া আশা প্রকাশ করে বলেন, প্রিয় নেতৃবৃন্দ আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে না পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদত্ত দর্শনকে লালন করুন। হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিজ নিজ সংসদীয় আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করুন। দুর্বার গণআন্দোলণ গড়ে তুলুন। বর্তমান কমিটির নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামি সম্মেলনের প্রস্তুতি নিন। সঙ্গে সঙ্গে সকল ভেদাবেদ ভুলে গিয়ে এক্ষুনি ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করুন। দেখবেন- একদিন দেশে জুলুমবাজদের পতন হয়ে যাবে।