খুলনার পাইকগাছায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে স্বামী প্রশান্ত সরকার স্ত্রী রিক্তার রাণী বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে ২৬জুলাই২০১০ মামলা করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে সাক্ষীঅন্তে ১০বছর পর আসামীকে এক বছরের সাজা দেন। সোমবার সাজাপ্রাপ্ত রিক্তা রানী সরকার আদালতে আত্মসর্ম্পণ করে আপিল প্রার্থনা করেন। আদালত আপিল শর্তে জামিন দেন। প্রকাশ থাকে যে, ইতোমধ্যে রিক্তা রাণি যশোর জেলায় অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন। বাদী প্রশান্ত সরকারের বাড়ী উপজেলার শংকরদানা গ্রামে। রিক্ত রাণী সরকারের বাড়ী ডুমুরিয়া উপজেলার কাঞ্চননগর গ্রামে। রিক্তা রানী নিজ পিত্রিলয়ে থেকে অন্যত্র বিবাহ করেন। নিজ স্ত্রী থাকা অবস্থায় প্রথম স্বামী প্রশান্ত সরকার মামলা করেন। যার নং সিআর ৬৫৬/২০১০। সর্বশেষ সোমবার ২নভেম্বর’২০ তারিখে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রিক্তা রানী সরকার আত্মসর্ম্পণ করেন। আদালত আপিলে শর্তে জামিন দেন। বাদি পক্ষের আইনজীবী অ্যাড. প্রশান্ত কুমার মন্ডল বলেন, সচারাচর এরকম মামলা কোটে খুব কম আসে। তবে এ'মামলা দ্বারা বুঝা গেলো সমাজে শুধু নারীরা যৌতুকের শিকার হয়না, পুরুষরাও নির্যাতিত হয়ে থাকে।