ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা সোমবার বিকালে শহরে অভিজান পরিচালনা কনেন। ব্যাবসায়িরা অতিরিক্ত দামে সার বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৩টি প্রতিষ্ঠান কে ১৬ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে ট্রেড লাইসেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আওতায় একটি প্রতিষ্ঠান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব সুচন্দন মন্ডল, উপজেলা প্রানিসম্পদ অফিসার মোঃ আতিকুজ্জামান এবং কালীগঞ্জ থানার পুলিশ উপস্থিত থেকে সহযোগিতা করেন।