মনিরামপুর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের মিশনে বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় করোনা মোকাবেলাই নভেম্বর মাসের ২’শ ২৬ জন অসহায়-দরিদ্র শিশুকে ফুড রিলিফ (খাদ্য) প্রদান করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে শিশুদের মাঝে এ ফুড রিলিফ প্রদান করেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান। এ সময় উপস্থিত ছিলেন হরিদাসকাটি ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে, প্রকল্প ব্যাবস্থাপক মি. প্রদীপ কুমার দাস, চার্চ পালক রেভা বার্ণবাদ সরকার’সহ প্রমুখ। এ সময় প্রতিটি শিশুকে ১৪ কেজি চাল, দেড় কেজি ডাল, আধা কেজি তেল, ৪ কেজি আলু, ২টি সাবান ও মাস্ক প্রদান করা হয়।