বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান করা হয়। এ সময় ২০ জন যুবকের মাঝে মোট ১৩,৭০,০০০/- টাকার ঋণের চেক প্রদান করা হয়। আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল আজীম আনার এবং সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সূবর্ণা রাণী সাহা। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর সিদ্দিক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ, জনাব মোঃ শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ এবং জনাব শাহানাজ পারভীন, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কালীগঞ্জ। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা, কোলা, রাখালগাছি ও সুন্দরপুর-দূর্গাপুর ইউপি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক, সোনার বাংলা ফাউন্ডেশন, কালীগঞ্জ এবং বিভিন্ন যুব পুরষ ও মহিলারা উপস্থিত ছিলেন।