ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স;) এবং মুসলিম জাতিকে অবমাননা করার প্রতিবাদে চন্দনাইশে গত শনিবার বিকাল ৫টায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও তাজেদারে মদিনা সংগঠনের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি গাছবাড়িয় কলেজ গেইট থেকে শুরু করে জোয়ারা বদুর পাড়া ,কাঞ্চননগর বাদামতল হয়ে পুন:রায় গাছবাড়িয়া এসে সমাবেশে মিলিত হয়। ইসলামি ফ্রন্ট নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মওলানা সোলাইমান ফারুকীর সভপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,আল আজহার বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভিপি মওলানা হাসান আল আজাহারী,মওলানা ওমর ফারুক নঈমী, মওলানা আবুল কাসেম আনচারী,ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম রুবেল,যুবসেনার সাবেক সভাপতি এনামুল হক, আলমঙ্গীরুল ইসলাম বঈদী, পৌর সভাপতি হাছান মুরাদ পারভেজ,রিফাত হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা সর্বকালের সর্ব শ্রেষ্ঠ নবীর দুশমন ও ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে ঐক্য বদ্ধ এবং ফ্রান্সের সকল পণ্য সামগ্রী বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান।