ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৮টি ভারতীয় গরুসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। রোববার দৃপরে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্ত দিয়ে তিনটি পিআপ ভ্যানে করে নিয়ে আসার সময় গরুসহ তাদেরকে আটক করা হয়। এ সময় চোরাই গরু পরিবহনে ব্যবহৃত তিনটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
আটক চোরাকারবারিরা হলেন, কসবা উপজেলার পুটিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবদুস সালাম (৪০), শাহজাহান মিয়ার ছেলে মো. কাইয়ুম (৪২) ও তার ভাই মো. আইয়ুব (২০), নিশ্চিন্তপুর গ্রামের সরু মিয়ার ছেলে আলমগীর হোসেন (৪০), ধোপাখোলা গ্রামের আবদুল বারেকের ছেলে জাহের মিয়া (২০), মফিজ মিয়ার ছেলে জুয়েল মিয়া (২০)।
কসবা থানার কর্মকর্তা ইনচার্জ মো. লোকমান হোসেন জানান, ভারত থেকে পাচার করে এসব গরু দেশে নিয়ে আসা হয় বিক্রির জন্য। এ ঘটনায় উপ পুলিশ পরির্শক জিহাদ দেওয়ান বাদী হয়ে থানায় মামলা রজ্জু করেছেন। আটকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।