‘মুজিববর্ষের আহবান-যুব কর্মসংস্থান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার (সাময়িক দায়িত্ব প্রাপ্ত) মধুসদন রায়, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ,সাধারন সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল। রংপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিনের সঞ্চলনায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক দিলগীর আলম, নজরুল সংঘ পাঠাগারের সাধারণ সম্পাদক রশিদুস সুলতান বাবলু প্রমুখ।
পরে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে যুব সংগঠক ও প্রশিক্ষিত যুবদের মাঝে ”বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণসহ জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও আত্মকর্মীকে সম্মাননা প্রদান করা হয়।