ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যাক্রোনের বিরূদ্ধে আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উত্তাল সরাইল। স্থানীয় আক্বাঈদে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সংরক্ষণ পরিষদের আয়োজনে গতকাল রোববার সকালে এ কর্মসূচি পালন করেছেন স্থানীয় আলেম ওলামা ও মাদরাসার শিক্ষার্থীরা। মহানবী (সা.) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শনের দায়ে গত কয়েকদিন ধরেই সরাইলে চলছে ফ্রান্স বিরোধী নানা কর্মসূচি। গতকাল সকাল ৯টা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সরাইল হাসপাতাল মোড়ে জড়ো হতে থাকেন আলেমরা। সকাল ১১টায় আলেম ওলামা মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ মানুষসহ দেড়/দুই সহস্রাধিক লোক বিক্ষোভ মিছিল শুরূ করেন। মিছিলে ইসলাম বিদ্বেষী ম্যাক্রোন ও ফ্রান্স রাষ্ট্রের বিরূদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। মিছিলটি সরাইলের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে। সেখানে তারা এক পথ সভায় বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয় ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আঘাত করেছে। দেশবাসীকে ফ্রান্সের কোন পণ্য ক্রয় করা থেকে বিরত থাকার আহবান জানান। দেশটির সবকিছু বয়কট করার ঘোষণাও দেয়া হয় ওই সভায়। ম্যাক্রোনকে ইসলাম ও মুসলমানের শত্রƒ বলে আখ্যায়িত করা হয়। ওদিকে একই দিন বিকাল ৩টায় আহলে সুন্নাত ওয়াল জামা’আত সরাইল উপজেলা শাখার একটি প্রতিবাদ মিছিলও বের হয়েছে।