পঞ্চগড়ের বোদায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে “মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে¡ বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন ও উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ প্রমুখ। দিবসের অনুষ্ঠানে কয়েকশত যুব-যুবতী অংশ নেয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষন প্রাপ্ত যুবক ও যুবতীর মাঝে সনদ পত্র এবং ৮ লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়।