ফ্রান্স কর্তৃক মুহম্মাদ (স:) এর ব্যঙ্গক্তিকর ছবি প্রদর্শনে নাজিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতাকাছিমা মাদরাসার উদ্যোগে বের হওয়া এ বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ গেটের সামনে সাতাকাছিমা মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে এবং মাওলানা ফেরদাউসুর রহমানের পরিচালনায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কৃষক লীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চ্যেধুরী নান্নু, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. আবু হাসান খান, থানা মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল্লাহ, হাসপাতাল মসজিদের ইমাম মো. রফিকুল ইসলাম সবুজ, মাওলানা আব্দুল্লাহ আল মামুন মহল্লী প্রমুখ। এ সময় বক্তারা বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রকে ফ্রান্সের পন্য বর্জন, মুহম্মদ (স:) নিয়ে ব্যঙ্গক্তিকর ছবি প্রদর্শন কারীদের ফাঁসি সহ ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্নের দাবী জানানো হয়।