কেশবপুরের হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি না থাকা সত্বেও অপরের জমিতে প্রাচীর নির্মানের অভিযোগে বিজ্ঞ আদালত নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারিসহ জবাব দাখিলের জন্য বিদ্যালয় পরিচালনা কমিটিকে নির্দেশনা প্রদান করেছেন। এ নির্দেশনার সাইনবোর্ড টানিয়ে দেয়ার পরও সেখানে প্রাচীর নির্মাণ করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, হাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের প্রাচীর নির্মানের কাজ শুরু করেন। এ দিকে জমির দাবিদার হাসানপুর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী রোকেয়া বেগম মুখে তাদেরকে কার্যক্রম বন্ধ রাখার অনুরোধ করলেও সভাপতি ও প্রধান শিক্ষক বন্ধ না করায় তিনি বিজ্ঞ কেশবপুর সহকারি জজ আদালতে পরিচালনা কমিটির সভাপতিসহ কমিটির ৪ জনের নামে মামলা করেন,যার নম্বর ১৩৯/২০। এ মামলায় গত ২৯ অক্টোবর বিজ্ঞ আদালত প্রাচীর নির্মানে নিষেধাজ্ঞা জারিসহ কমিটিকে জবাব দাখিলের আদেশ দেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও প্রাচীর নির্মানের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের সেল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে সংযোগ না পাওয়ায় বক্তব্য প্রকাশ করা সম্ভব হয়নি।