ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে সরকারি প্রতিষ্ঠান জনতা ব্যাংকের কাছে ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন ভবন মালিক। ভবন মালিক লাভের পরিবর্তে এখন ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিকার চেয়ে ভবন মালিক এখন দ্বারে দ্বারে ঘুরছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম (৩৫) চুন্টা বাজারে অবস্থিত তাঁর দ্বিতল একটি ভবনের দ্বিতীয় তলা জনতা ব্যাংকের কাছে ভাড়া দেন। মাসিক তিন হাজার টাকা চুক্তিতে ১০ বছরের জন্য ভবনটির ওই অংশ তিনি জনতা ব্যাংক চুন্টা বাজার শাখা কর্তৃপক্ষের কাছে ভাড়া প্রদান করেন। ২০১৭ সালের জুলাই মাস থেকে ১০ বছরের জন্য উভয় পক্ষের মধ্যে এ ব্যাপারে চুক্তিবদ্ধ হয়। নজরুল ইসলামের ভবন ভাড়া নেওয়ার পর মৌখিক অনুমতি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ তার ভবনের ছাদে (তৃতীয় তলায়) ৬০ ফুট উচ্চতার একটি টাওয়ার স্থাপন করেন। মৌখিক শর্ত ছিল মালিক ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু করলে সাময়িকভাবে টাওয়ারটি অন্যত্র সরিয়ে নিবেন। গত তিন মাস আগে মালিক তাঁর ভবনের তৃতীয় তলার নির্মাণ কাজ শুরু করেন। ভবনের কলামের কাজ শেষ করে তিনি ছাদের ঢালাই কাজের জন্য ওই টাওয়ারটি সরিয়ে নিতে অনুরোধ করেন ব্যাংক কর্তৃপক্ষকে। ব্যাংকের চুন্টা শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান ভূইয়া গত আগস্ট মাসে বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-মহাব্যস্থাপক রমেন্দ্র চন্দ্র হালদারকে লিখিতভাবে অবহিত করেন। এতে উপ-মহাব্যবস্থাপক সম্মতি প্রদান করেন। গত ১৯ সেপ্টেম্বর টাওয়ারটি অপসারণের সিদ্ধান্ত হয়। কিন্তু এর দুই দিন আগে ১৭ সেপ্টেম্বর উপ-মহাব্যবস্থাপক ওই টাওয়ার সরিয়ে নিতে অসম্মতি প্রদান করেন। এতে ওই ভবনের ওপর থেকে টাওয়ার অপসারণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন ভবন মালিক নজরুল ইসলাম। নজরুল ইসলাম অভিযোগ করে বলেন,‘আমি তাঁর (উপ-মহাব্যবস্থাপকের) অনৈতিক চাহিদা (ঘুষ) পূরণ করতে না পারায় তিনি আমাকে হয়রানি করছেন। টাওয়ার সরাতে টালবাহানা করছেন। এতে ভবনের সব নির্মাণ সামগ্রি বিনষ্ট হচ্ছে। আমি ভবনের সম্প্রসারণ কাজ করতে পারছি না। আমি কয়েকদিন পর পর তার কাছে যাচ্ছি। তিনি আমাকে নানাভাবে ঘুরাচ্ছেন। আমি এর প্রতিকার চাই।’ জনতা ব্যাংকের চুন্টা শাখার ব্যবস্থাপক আতিকুর রহমান ভূইয়া বলেন,‘ ভবন থেকে সাময়িক সময়ের জন্য টাওয়ার অন্যত্র সরিয়ে নিতে আমার কোনো অসম্মতি নেই। এটি এক দিনের বিষয়। এতে অনলাইন ব্যাংকিয়ের কোনো অসুবিধা হবে না।
জনতা ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের উপ-মহাব্যস্থাপক রমেন্দ্র চন্দ্র হালদার বলেন,‘ টাওয়ার স্থাপনসহ ১০ বছরের জন্য ভাড়া নিয়েছি। টাওয়ারের কথা মৌখিক নয়। লিখিত চুক্তিপত্রে লিখা আছে। বিষয়টি নিয়ে কতৃপক্ষের সাথে কথা বলতেছি। টাওয়ার সরিয়ে নিতে ভবন মালিকের কাছে আমি কোনো অনৈতিক প্রস্তাব দেয়নি। এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ছাড়া আমরা ব্যাংক অন্যত্র সরিয়ে নিতে চেষ্টা করছি।