"মুজিব বর্ষের আহবান, যুব কর্মসংস্থান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিলো দিবসের তাৎপর্যের উপর আলোচনা ও প্রশিক্ষিত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ।
এ উপলক্ষ্যে রোববার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল গাফফার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাতিজাতুল কোবরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলম আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ ২৯জন প্রশিক্ষিত যুবদের মাঝে ১৩ লাখ ৭০হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন।