চট্টগ্রামে নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে দ্রুত উদ্ধারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ওই সমাবেশ থেকে তাঁকে দ্রুত উদ্ধারে ১৬ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিইউজে। এই সময়ের মধ্যে সাংবাদিক গোলাম সরওয়ারকে প্রশাসন উদ্ধার করতে ব্যর্থ হলে আজ রোববার সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে; ততক্ষণ রাজপথ ছাড়বে না সাংবাদিকবৃন্দ। সাংবাদিক সরওয়ারকে দ্রুত উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
এতে সিইউজের ভারপ্রাপ্ত সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্ব ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- বিএফইউজের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম ও মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুর শুভ ও সহ-সভাপতি অনিন্দ্য টিটো, টিভি ইউনিটের প্রধান মাসুদুল হক, আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জোবায়ের সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক মোস্তফা ইউসুফ, কামরুল ইসলাম, সীতাকু- ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু ও নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারের স্ত্রী জেসমিন সরওয়ার প্রমুখ।