ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শণের প্রতিবাদে নাজিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল ১ লা নভেম্বর রোববার সকাল ১০টায় দক্ষিন বাংলার ঐতিহ্যবাহী একমাত্র কওমি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা-ই-আরাবিয়া সাতকাছিমা মাদ্রাসর মাঠে নাজিরপুর উপজেলার ধর্ম-প্রান মুসল্লীরা একত্র হতে থাকে এবং সেখান থেকে হাজার হাজার ধর্ম-প্রান মুসল্লীরা একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্যর রাখেন, মাদ্রাসা-ই-আরাবিয়া সাতকাছিমা মাদ্রাসর শাইখুল হাদিস মাওলানা মুফতি হেমায়েত উদ্দিন, নাজিরপুর থানা জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ওবাইদুল্লাহ মাশকুর, হাসপাতাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রফিকুল ইসলাম (সবুজ), হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল-মামুন মহল্লী, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আতিয়ার রহমান (নান্নু) ও আবুহাসন খান প্রমূখ। বক্তরা নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের তৈরী সকল পন্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকান্ডের নিন্দা জানাতে হবে এবং ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। অন্যথায়, আমাদের আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং প্রতিবাদ বিক্ষোভ চলবে।