নোয়াখালীর কোম্পানীগঞ্জে আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘আলহাজ¦ সুলতান-আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বসুরহাট পৌরসভার সফল মেয়র আবদুল কাদের মির্জার রোগ মুক্তির জন্য মিলাদ ও বিশেষ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল দুপুরে ওই ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকাস্থ মেরীল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ কাজল কর্তৃক প্রতিষ্ঠিত বসুরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের বায়তুন নাজাত জামে মসজিদে এই মিলাদ এবং দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন বসুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী পৌর মার্কেটের গাজী ফার্মেসীর স্বত্বাধিকারী আলহাজ¦ ইঞ্জিনিয়ার মো. আবুল কাশেম, কাজলের ছোট ভাই ব্যবসায়ী খাজা নজরুল ইসলাম ও কামরুল ইসলাম স্বপনসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বর্তমানে চিকিৎসার জন্য আমেরিকায় অবস্থান করছেন। এরআগে সেখানে পৌঁছালে আমেরিকার স্বনামধন্য ব্যবসায়ী মো. কাজলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে, গত কয়েকদিন যাবত আবদুল কাদের মির্জার রোগ মুক্তি কামনায় জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক ও ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক নাজিমসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলার বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করেন বলে জানাগেছে। শনিবার রাতে মোবাইল ফোনে শীর্ষ অনলাইন নিউজ এজেন্সি এফএনএসের এই প্রতিনিধিকে আমেরিকা প্রবাসী মো. কাজল বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার দ্রুত রোগ মুক্তির জন্য সর্বস্তরের কোম্পানীগঞ্জবাসীর নিকট দোয়া চেয়েছেন।