কমিউনিটি পূলিশিং ডে-২০২০ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। শনিবার মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের কোতোয়ালি থানা কমিটির আয়োজনে রংপুর জিলা স্কুল হলরুমে আয়োজিত আলোচনা, কেক কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ। কমিউনিটি পুলিশের কোতোয়ালি থানা কমিটির সভাপতি আবদুল হক প্রামানিক এর সভাতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিমশনার কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির প্রধান সমন্বয়ক মহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, কমিউনিটি পুলিশিং কমিটির কোতোয়ালি থানার সদস্য সচিব আবদুল কাদের দিদার, কমিউনিটি পুলিশিং রংপুর মেট্রোপলিটন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটু, সহকরী পুলিশ কমিশনার আলতাফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার ফরহাদ ইমরুল কায়েস, আবদুল লতিফ প্রমুখ।