শুধুমাত্র ঝিনাইদহে নয় বিশ্ব দরবারে জায়গা করে নিতে চাই ঝিনাইদহের উদ্যোক্তারা। চাকরি খুঁজব না চাকরি দিব এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর দিনব্যাপী ঝিনাইদহের জোহান্স ড্রিম ভ্যালী পার্কে প্রশিক্ষন মিলন মেলা ও পুরস্কার বিতরণী শেষে এমনটাই জানিয়েছে ফেসবুক ভিত্তিক জনপ্রিয় অনলাইন গ্রুপ “অলটাইম বেচাকেনা ঝিনাইদহ” গ্রুপের উদ্যোক্তারা।
গ্রুপের এডমিন মডারেটরদের তথ্যমতে অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে প্রায় ৫০০ বিক্রেতা এই প্রশিক্ষন মিলনমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। দিনের শুরুতে রেজিস্ট্রেশন কৃত উদ্যোক্তাদের মাক্স আইডি কার্ড ও টি-শার্ট উপহার এর মধ্য দিয়ে নির্ধারিত ভেন্যু জোহান ভ্যালি ড্রিম পার্কে প্রবেশ করেন। এরপরই কোরআন তেলাওয়াতা মাধ্যমে শুরু হওয়া উদ্যোক্তাদের প্রশিক্ষন কর্মসূচি। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুচন্দন মন্ডল সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম আজাদ প্রশিক্ষণ সমন্বয়ক উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের ঝিনাইদহ প্রধানমন্ত্রীর কার্যালয়ে। শিশির সাব্বির আহমদ বাবু ফ্রিল্যান্সার এন্ড ট্রেনিং এক্সিকিউটিভ ফ্রিল্যান্সার টু এন্টার প্রেনারে প্রোগ্রাম আইসিটি মন্ত্রনালয়,মোঃ তৌহিদুর জামান প্রিন্সিপাল অফিসার শাখা প্রধান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ঝিনাইদহ শাখা।
প্রশিক্ষন শেষে প্রশিক্ষকরা উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ ঘুরে দেখেন এবং তাদের দক্ষতা উন্নয়নে সু পরামর্শ প্রদান করেন করেন। মধ্যাহ্নের বিরতির পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফুল ইসলাম সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল ঝিনাইদহ।
বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুল আলম নির্বাহী পরিচালক ও সিও ঝিনাইদহ। মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ব্যবস্থাপনা পরিচালক জোহান এগ্রোফুড প্রাইভেট লিমিটেড,মোহাম্মদ নাসিম উদ্দিন সহ-সভাপতি ঝিনাইদহ চেম্বার অফ কমার্স,শান্তামারিয়াম ইউনিভার্সি টির সহযোগী অধ্যাপক মিজানুর রহমান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলটাইম বেচাকেনা ঝিনাইদহ গ্রুপের প্রধান এডমিন ও ইয়ং এন্টারপ্রেনার সোসাইটি ইয়েস এর সভাপতি সাব্বির আহমদ জুয়েল।
উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নে অতিথিরা তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন এবং সেরা উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠ পোষকতায় ছিলেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, সিও, রুটস ক্লাসিক ফার্নিচার, আপন ঘর, নকশী ঘর, ওডেফ ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছেন বার্তা বাজার, বিডি টুয়েন্টিফোর টাইম ডট কম, ঝিনাইদহ অনলাইন ডট কম, ঝিনেদা টিভি চ্যানেলে ও ঝিনেদার ছেলে ফেসবুক পেজ।