ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর মাদ্রাসা ও ছাত্র বন্ধু সমাজ কল্যাণ পরিষদের যৌথ আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মাবাদ সোনাপুর বাজার জামে মসজিদ রোডে রসুলপুরের পীর সাহেব আবদুল মতিন নেছারীর সভাপতিত্বে ছাত্র বন্ধু সমাজ কল্যাণ পরিষদের যৌথ নেতৃত্বে বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমায়েত হয়ে সমাবেশ করে। বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন, সোনাপুর বাজার মসজিদের খতিব মাওলানা মুফতি শামসুদ্দীন হাক্কানী, আনন্দ বাজার মসজিদের খতিব হাফেজ শরিফুল ইসলাম, রসুলপুর মাদ্রাসার নুর হুসাইন, মাওলানা মাসুম বিল্লাহ, সোনাপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ আজিজ ইকবাল, সাবেক নবাবপুর ইউপি চেয়ারম্যান ও সোনাপুর বাজার বনিক সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, রসুলপুর প্রথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইলিয়াছ শরিফ প্রমুখ।
অপরদিকে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে বহরপুর তৌহিদী জনতার ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাজার বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহরপুর নূরানী মাদ্রাসার মহতামীম আলহাজ্ব হাফেজ ফারুকুজ্জামান।
এসময় প্রতিবাদে বক্তৃতা করেন, বংকুর মাদ্রাসার মহতামীম মাওলানা আবদুল জব্বার হুসাইন, হাফেজ আবু মুসা, বহরপুর বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ হারুন-অর-রশিদ, হাফেজ আইয়ুব আলী, আবু বক্কার ছিদ্দিক, বহরপুর হাট জামে মসজিদের ইমাম মামুন বিন মেজবাহ, মোঃ মফিজুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খন্দকার মোঃ বকুল।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিঠিল বাজারের সোনালী ব্যাংক মোড় থেকে রেলগট ঘুরে বহরপুর পিঁয়াজ বাজারে গিয়ে দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়।