পদ্মাসেতুর ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৫তম স্প্যান। বিষয়টি নিশ্চিত করে প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান মো. আবদুল কাদের।
তিনি জানান, শুক্রবার স্প্যানটি বসানোর পরিকল্পনা ছিলো কিন্তু পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে শনিবার দুপুরে স্প্যান বসানো হয়েছে। পরবর্তী স্প্যান বসানো হবে নভেম্বরের ৪ বা ৫ তারিখ।
জানা গেছে, সেতুতে মোট ৪১টি স্প্যান বসানো হবে। ৩৫তম স্প্যান বসানো হয়েছে, বাকি রয়েছে মাত্র ছয়টি স্প্যান বসানোর কাজ।
প্রকৌশলীরা জানান, করোনার কারণে গত চার মাস বন্ধ থাকার পর অক্টোবরে পুনরায় স্প্যান বসানোর কাজ শুরু হয়। পরিকল্পনা আছে ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে বাকি স্প্যান ছয়টি বসানো হবে।
পদ্মা সেতুর স্প্যান বসানো শেষ হলেও গ্যাস সংযোগ, রেল লাইন সংযোগের কাজ বাকি থাকবে। বিভিন্ন কারণে সেতুর কাজ শেষ হতে কিছু দিন সময় বেশি লাগবে।
সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা।