সড়ককে নিরাপদ রাখা এবং দূর্ঘটনা মুক্ত রাখতে নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ শাখার উদ্যোগে গত শুক্রবার বিকালে চালক ও যাত্রীদের সচেতনতা মূলক কর্মসূচি ও লিফলেট বিতরণ করে। চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানবাহনের চালক ও যাত্রীদের মাঝে লিফলেট দেয়া হয়। এ সময় গাড়ীর চালকদের যাত্রী উঠানামা করার সময়ে গাড়ী রাস্তার পাশে রাখার অনুরোধ করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা’র ফরিদগঞ্জ শাখার সভাপতি আবু সালেহগ মো: বারাকাত উল্ল্যাহ পাটওয়ারী, সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, সিনিয়র সহসভাপতি প্রবীর চক্রবর্তী, সহসভাপতি নুরুল ইসলাম ফরহাদ, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সুজন, জাকির হোসেন সৈকত, সদস্য শামীম হাসান, আজাদ পাটওয়ারী, বাকী বিল্লাহ প্রমুখ।