“মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র” প্রতিপাদ্য বিষয়েকে সামনে রেখে ইন্দুরকানীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উপলক্ষে ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবিবের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, এ্যাড. এম মতিউর রহমান। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর আ: লতিফ হাওলাদার, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি মোঃ মাহামুদল হক দুলাল,জাতীয় পার্টি (জেপি) সদস্য সচিব আলহাজ শাহীন হাওলাদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপিত মোঃ আজাদ হোসেন বাচ্চু,যুবলীগ সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, ইন্দুরকানী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান,- পুলিশই জনতা, জনতাই পুলিশ। প্রত্যেক মানুষ নিজের এলাকার শান্তি শৃংখলা, মাদক ও ইভটিজিং মুক্ত এবং পরিচ্ছন্ন সমাজ পেতে হলে পুশিলের সাথে মিলে মিশে কাজ করতে হবে। কারণ পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নায়।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমায়ুন কবির জানান,সাধারণ জনগণের দোরগোড়ায় পুলিশিং সেবা পৌছে দিতে উপজেলার বিভিন্ন প্রান্তে ০৫টি বিট পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত বিট কর্মকর্তা এবং কর্মকর্তা ইনচার্জ এর মোবাইল নম্বর উপস্থিত সাধারণ মানুষের কাছে পৌছে দেয়া হয়েছে এবং যে কোন প্রয়োজনে ওই নম্বরে ফোন করে তাদের সহযোগিতা নিতে বলেন।