“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই শ্লোগানে সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালন করা হয়েছে। থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানা আঙ্গিনায় আলোচনা সভা ও কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়।
অনুষ্ঠানে থানা কর্মকর্তা ইনচার্জ রিজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলাম। থানা সেকেন্ড কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন থানা কমিউনিটি পুলিশের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মতিন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজাহারুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিদষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্ত্তি, প্রেসক্লাব সভাপতি ইমতিয়াজ বাবুলসহ অন্যান্যরা।