ঝিনাইদহের কালীগঞ্জে দক্ষিণবঙ্গের দৈনিক লোকসমাজ পত্রিকার ২৫ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া মাহফিল,কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দৈনিক লোকসমাজ পাঠক ফোরামের উদ্যেগে কালীগঞ্জ শহরের হাসপাতাল রোডস্থ প্রেসক্লাব কালীগঞ্জের কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দৈনিক লোকসমাজ পাঠক ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, পৌর বিএনপির আহবায়ক আতিয়ার রহমান, কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মিলন, প্রেসক্লাব কালীগঞ্জের উপদেষ্টা ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহেল আহমেদ, প্রেসক্লাব কালীগঞ্জের সভাপতি জাকারিয়া হোসেন, প্রেসক্লাব কালীগঞ্জ উপদেষ্টা ও লোকসমাজ সংবাদদাতা শিপলু জামান, মাইটিভির জেলা প্রতিনিধি মিঠু মালিথা, প্রেসক্লাব কালীগঞ্জের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, একাত্তর টিভির মিশন আলী, ইনকিলাব প্রতিনিধি আশিকুর রহমান সোহাগ, প্রেসক্লাব কালীগঞ্জের দপ্তর সম্পাদক তানজির রহমান তকি, সাংবাদিক নাজমুল হোসেন , মতিয়ার রহমান প্রমুখ।
এসময় বক্তারা লোকসমাজ পত্রিকার প্রতিষ্ঠাতা, দক্ষিণবঙ্গের প্রিয়মুখ মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা ও পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।