খুলনার পাইকগাছায় নৌপুলিশ ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে ইলিশ সংরক্ষণে শিবসা নদীতে অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার এ অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, এ সময় নদীর দারুন মল্লিক ও সোলাদানা এলাকা থেকে ৩০ হাজার বর্গমিটার ইলিশ ধরা জাল ও ২০ হাজার বর্গমিটার চর পাটা আটক করে পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, সহকরী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ, রনধীর সরকার, নৌপুলিশের এসআই বাবুল আক্তার, এএসআই জাহিদ হোসেন। উল্রেখ্য গত ১৪অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, ইলিশের বিপণ, পরিবহন, বেচাকেনা ও মজুদ বন্ধ ঘোষণা করা হয়।