চাচাত বোনের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠায় জীবন দিয়ে খেসারত দিতে হলো এক তরণকে। শুক্রবার রাতে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক আক্কাসকে(৫০) গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়,উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামের মাহফুজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম শান্ত তারই চাচাত বোন আক্কাস আলীর মেয়ের সাথে সর্ম্পক গড়ে উঠে। বিষয়টি মেনে নিতে পারেনি চাচা আক্কাস আলী।এনিয়ে সালিশও হয়েছে। এঘটনার জের ধরে ঘটনার রাতে পার্শ্ববর্তী ভাতিজার নিজ ঘরে ঢুকে ভাতিজা শান্ত (১৮)কে ঘুম থেকে উঠিয়ে বুকে ছুরিকাঘাতে করে।এতে শান্ত মারাত্মকভাবে আহত হয়।আশংকাজনক অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
নাসিরনগর থানার কর্মকর্তা ইনচার্জ এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানায় ঘাতক চাচা আক্কাস আলীকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদরে জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে নিহতের মা রুমানা বেগম বাদী হয়ে ২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে।