ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তালশহরে আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলার তালশহর ইউনিয়নের সর্বস্তরের আহলে সুন্নাত আল জামাতের উদ্যোগে শত শত লোকের অংশগ্রহণে একটি মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল আশুগঞ্জ উপজেলার তালশহরের নতুর বাজার এলাকায় মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
আহলে সুন্নাত আল জামাতের মানব বন্ধনে প্রফেসর মামুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মৌলানা এরশাদুল ইসলাম কাদেরী,মুফতি আবদুল হালিম আল হোসাইন,মৌলানা গোলাম রব্বানী আজিজি,ঞাফেজ সাইফুল্লা,মৌলানা জাহাঙ্গীর আলম আবীর,হাফেজ মৌলানা সাইফুল ইসলাম রেজা এবং মোহাম্মদ শাহিন আজিজ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ থেকে ‘ফান্সের শার্লি এবদো নামে একটি ম্যাগাজিন নবী করিম (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়। পাশাপশি ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিন্দা প্রস্তাব এবং ফ্রান্সের রাষ্টদূতকে তলব করার দাবি জানিয়ে বক্তারা বলেন, ‘ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে ব্যঙ্গচিত্র প্রদর্শনী হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ফ্রান্স সরকারের এ কর্মকাণ্ডের নিন্দা জানাতে হবে এবং ফান্সে রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে ফ্রান্সের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফ্রান্সের সকল পন্য বর্জন করতে হবে। অন্যথায়, তৌহিদী জনতার আন্দোলন চলতেই থাকবে।