পিরোজপুরের নাজিরপুরে একশত পিচ ইয়াবা সহ মো. জামান মুন্সি (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে জেলা ডিবি পুলিশ তাকে আটক করেছেন। আটককৃত মাদক ব্যবসায়ী জামান মুন্সি উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের উত্তর কলারদোয়ানিয়া গ্রামের মো. শওকত আলী মুন্সির ছেলে। সে পেশায় একজন মাহেন্দ্র চালক। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। জেলা ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, ওই রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা এলাকার মুগারঝোর বড় ব্রীজের কাছে ফোরকানের মুদি দোকান সংলগ্ন স্থানে বসে মাদক বেঁচা-কেনা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা একশত পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত জামান মুন্সি পুলিশের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. দেলায়ার হোসেন বাদী হয়ে আটককৃত জামান মুন্সির নামে মাদক আইনে মামলা দায়ের করেছেন।