ফ্রান্সে মুহম্মদ (স:) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সি এ এম যুব সংঘের উদ্যোগে পিরোজপুরের নাজিরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় শতাধীক মসজিদে মনববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলার চৌঠাইমহল বাসষ্ট্যান্ডে হাফেজ মাওলানা আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থাণীয় কাজী বাড়ি জামে মসজিদের ইমাম মা. এনামুল হক, হাফেজ হাবিবুল্লাহ বেলালী, মুফতি আবুল বাশার, সি এ এম যুব সংঘের সভাপতি মোঃ আবুল হাসান ও সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম প্রমুখ। এ ছাড়া উপজেলা শ্রীরামাকাঠী বন্দরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। ওই বন্দরের আল-মদিনা জামে মসজিদের ইমাম মুফতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন মুফতি মোস্তাফিজুর রহমান, মো. হান্নান মৃধা, মো. মাজেদুল করিবর রাসেল প্রমুখ।