ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আরজে টাওয়াওে অভিযান পরিচালনা কওে বিপুল পরিমান অনুমোদনবিহীন বিদেশীমদ,বিয়ারসহ ২২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
দ্দক্রবার বিকালে র্যাব এক প্রেস বিজ্ঞপিততে জানায়,মাননীয প্রধান মন্ত্রী ঘোষনা অনুযায় মাদক বিােরধী অভিযান পরিচালনা করে মাদক নির্মুলে গুরত্বপুর্ন ভুমিকা পালন কওে আসছে।এরই ধারা বাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আরজে টাওয়ারে বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা করছে।এই তথ্য নিশ্চিত হয়ে গত বৃহস্পতিবার রাত ১০ টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৭৬ বোতল বিদেশী অনুমোদনহীন হুইস্কি,বিদেশী ৭২ বোতল ভোদকা,১৩১ ক্যান বিয়ার এবং মাদক বিক্রির এক লক্ষ আটষট্টি হাজার টাকা জব্ধ করে।এই সময় ঢাকার মধ্য বাড্ডা এলাকা ফেরদৌসছৌধুরী,আলাউদ্দিন,আকমলহোসেন,মনিরুজ্জামান,আশিক,রুবেল,মুন্না,তাজুল ইসলাম,সাইপূল ইসলাম,মোহাম্মদ হায়দার ,মো.জাকির হোসেন,শাহিনুর,মোহাম্মদ শাহজালালসহ ২২জন মাদক ব্যবসায়ীকে আটক করে ভৈরব র্যা ক্যাম্পে নিয়ে যায়।ভৈরব র্যাব ক্যাম্পের অধিনায়ক রাফি উদ্দি মোহাম্মদ জোবায়ের বলেন,ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আরজে টাওয়ারে সরকারী অনুমোদন ছাড়াই বিদেশীমদ,বিয়ার বিক্রি করছে দীর্ঘদিন ধরে।তদন্ত কওে এর সত্যতা পাওয়া গেলে আমরা ৩০ অক্টোবর রাতে অভিযন পরিচালনা করি।তবে এসময় আরজে টাওয়াওে বার মালিকে কপাওয়া যঅযনি।এ বিষয়ে আশুগঞ্জ থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।তিনি আরো বলেন,শুধু আরজে টাওয়ার নয় মাদক যেখানে বিক্রি হবে সেখানেই র্যার অভিযান পরিচালনা করবে এবং মাদক বিকি এবং সেবন প্রতিরোধে কাজ করবে।