জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় ছাত্র সমাজ গঙ্গাচড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বিকালে গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় ছাত্র সমাজ গঙ্গাচড়া উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করে আহ্বায়ক কমিটির ঘোষণা দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গাঁ এমপি। এ সময় তিনি আহ্বায়ক আবু সুফিয়ান রিগান, ১নং যুগ্ন আহ্বায়ক ছামিউল ইসলাম শুভ ও সদস্য সচিব হিসেবে আলাউদ্দিন নাঈমের নাম ঘোষণা করেন।
স্থানীয় সাংসদ রাঙ্গাঁ তার বক্তব্যে বলেন, এ বছর ডিসেম্বরে উপজেলা ছাত্র সমাজের কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে এবং ঘোষিত আহ্বায়ক কমিটি খুব শীঘ্রই জেলা ছাত্র সমাজ নেতৃবৃন্দের মাধ্যমে অনুমোদিত হবে। আলোচনা ও মতবিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নুর আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রাজ্জাক, সহ-সাধারণ সম্পাদক খতিবার রহমান, উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমূখ। উপজেলা জাতীয় পার্টি আহ্বায়ক কমিটির সদস্য আলী আরিফ সরকার রিজু’র সঞ্চালনায় এমপি প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান মমিনুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জাপার আহ্বায়ক কমিটির সদস্য সাজু আহমেদ লাল, সদস্য মাহফুজার রহমান দুলুসহ জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।