রংপুরের গঙ্গাচড়ায় ভিক্ষুক পূর্নবাসনে ভিক্ষুকদের মাঝে বৃহস্পতিবার গাভী, অটোরিক্শা ও দোকানঘর বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের ভিক্ষুক পূর্নবাসন কর্মসূচির আওতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসেবে ভিক্ষুকদের মাঝে গাভী, অটোরিক্শা ও দোকানঘর বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গা এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলীমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, এমপির প্রতিনিধি মমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জাতীয় পার্টিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। অপরদিকে একই স্থানে উপজেলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এমপি বিশেষ বরাদ্দ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও উপজেলা বন বিভাগের উদ্যোগে ফলজ, বনজ গাছের চারা বিতরণ করেন বিরোধী দলীয় চিফ হুইপ। ৮ জন ভিক্ষুককে গাভী, ১জনকে অটোরিক্শা, ১জনকে দোকানঘর এবং ৪ জন দুঃস্থ মহিলাকে সেলাই মেশিন দেওয়া হয়।