রংপুরের তারাগঞ্জে গরুবাহী ভটভটির নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় তারাগঞ্জ আলমপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ছেড়ে আসা গরুবাহী ভটভটি টি এলাহির বাজার নেংটিছেড়া মোড় নামক স্থানে পৌছালে ওই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ দর্শীরা জানান, তারাগঞ্জ আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামের আকালু মিয়া (৮০) বিশ্রাম নেওয়ার জন্য রাস্তার পাশে বসে ছিলেন, ওই সময় গরুবাহী ভটভটি টি ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও দুইজন গরু ব্যবসায়ী গুরুতর আহত হয়।এলাকাবাসী গুরুতর আহত ব্যাক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, আহতরা হলেন খাতামধুপুর ইউনিয়নের আউনদিয় মাহমুদের ছেলে জামাল মাহমুদ (৬০) ও বাচ্চু মিয়া ( ৪০)।