ফ্রান্সে বিশ্বনবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কট দাবিতে জামালপুরে মানববন্ধন বিক্ষোভ মিছিল হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর)শহরের দয়াময়ী মোড়ে জেলা ইত্তেফাকুল উলামার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মুফতি শামছুদ্দীন, উপদেষ্টা মুফতি আব্দুল্লাহ, সহ সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মাসউদ হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদ উদ্দীন প্রমুখ। একই দিন একই দাবীতে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ। এ সময় বক্তব্য রাখেন জেলা ইসলামি আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মেদ, সেক্রেটারী মুফতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।