ফ্রান্সের মহানবী (সা:) এর ব্যঙ্গচিত্র প্রকাশ ও প্রেসিডেন্ট কর্তৃক মহানবীকে অবমাননারকর বক্ত্যবের প্রতিবাদে গতকাল বৃহষ্পতিবার সকালে চাঁদপুরের ফরিদঞ্জে তৌহিদী জনতা অংশ গ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসার হেড মোহাদ্দেস মাও. মমিনুল ইসলাম খান, মাও. সাইফুল্ল্যাহ, বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি আমান উল্ল্যাহ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, মাও. ইউনুছ হেলাল, হাফেজ মাও. নজরুল ইসলাম, উপজেলা মসজিদের খতিব মাও. ইউনুছ, মাও. মো: আনোয়ার হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষে ইব্রাহিম খলিল, মাও. মো: আবুল কাশেম প্রমুখ।