চলতি বছরের ২০ মে সামুদ্রিক ঘূর্ণিঝড় আম্ফানের জলোচ্ছাসে লন্ডভন্ড খুলনার কয়রা উপজেলার ৬নং উত্তর বেদকাশি ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/২ পোল্ডারের কাশিরহাট, গাজীপাড়া, রত্নাঘেরি, হাজতখালি বেড়িবাঁধ ও কয়রা সদরের হরিণখোলা, ঘাটাখালি, ২নং কয়রার বেড়িবাঁধ ভেঙে গিয়ে বির্স্তীন এলাকা লোনা পানিতে প্লাবিত হয়। উপজেলা প্রশাসন,পাউবোর সহায়তায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে ক্ষতিগ্রস্থ বেশিরভাগ বাঁধ রিংবাঁধ তৈরী করে লোনা পানি ওঠানামা বন্ধ করতে সক্ষম হলেও আজও সর্বনাশা কাশিরহাটের বাঁধ মেরামত করা সম্ভব হয়নি। ফলে গোটা উত্তর বেদকাশি ইউনিয়নের ওপর দিয়ে দৈনিক দু’বার জোয়ার ভাঁটা ওঠানামা করছে। কৃষি জমি, মাছের ঘের, হাজার হাজার ঘরবাড়ি, অভ্যন্তরীণ রাস্তাঘাট, হাটবাজার, দোকানপাট একটানা সাড়ে ৪ মাস ধরে লোনা পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগের শিকার এখানকার মানুষেরা। মানুষের আয়ের উৎস নষ্ট হওয়ায় ঘরে ঘরে দেখা দিয়েছে অভাব অনটন। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, লোনা পানি প্রভাবে উত্তর বেদকাশি ইউনিয়নের ১২ হাজার ৫শ হেক্টর কৃষি জমিতে চলতি মৌসুমে কৃষকরা আমন ফসল উৎপাদন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফলে ৬ হাজার মেট্রিক টন আমন ফসল থেকে এ বছর বঞ্চিত হলো এখানকার কৃষকেরা। ৪’শ হেক্টর মাছ চাষের জমিতে মাছ উৎপাদন ব্যাহত হওয়ায় মৎস্য চাষীরা একেবারে হতাশ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আয়ুব আলী বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে একমাত্র উত্তর বেদকাশিতে এ বছর আমনের চাষাবাদ করতে পারেনি কৃষকরা। কারণ হিসেবে তিনি বলেন, আম্ফানে লন্ডভন্ড কাশিরহাট বেড়িবাঁধ মেরামত করা সম্বব না হওয়ায় এখানকার মানুষের এ করুন দুর্দশা। বড়বাড়ি গ্রামের কৃষক নীলকান্ত মন্ডল বলেন, জীবনে এই প্রথম দেখলাম একটি ইউনিয়নের সব কৃষি জমিগুলো ফসলের পরিবর্তে লোনা পানিতে থৈথৈ করছে। তিনি জরুরী ভিত্তিতে বাঁধ বাধাঁর দাবি জানান। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, কাশিরহাট বেড়িবাঁধ মেরামত না হওয়ার কারণে এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। সীমাহিন কষ্টের মধ্যে এখানকার মানুষ মানবেতর জীবন জাপন করছে।