বুধবার বিকেলে নওগাঁর মহাদেবপুর উপজেলার ঐতিহ্যবাহী ১০৮ কক্ষবিশিষ্ট মাটির দোতালা ঘর পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো: হুমায়ুন কবীর খোন্দকারের সহ-ধর্মিনী মিসেস নাসরিন খোন্দকার ও তার ছেলে সামি।
অন্যদের মধ্যে নওগাঁ জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ, তাঁর সহ-ধর্মিনী মিসেস তাহমিনা শারমিন দীনা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়ের সহ-ধর্মিনী মিসেস জ্যোতির্ময়ী বর্মণ, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান মিলন, তাঁর সহ-ধর্মিনী মিসেস জেইন ইফফাত লগ্ন, নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাহ তাকমিলা, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।
তাঁরা বাড়ীর বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন, বাড়ীর লোকজনের সাথে একান্তে কথা বলেন, বাড়ীটি নির্মাণের ইতিহাস শোনেন এবং বেশ কিছু সময় সেখানে কাটান।
অতিথিরা মহাদেবপুর পৌঁছলে মহাদেবপুর ইউএনও তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এরআগে দুপুরে বিভাগীয় কমিশনার নওগাঁ সদর উপজেলা ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করেন।