পঞ্চগড়ের বোদায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ৪ জন যুবককে আটক করেছেন বোদা থানা পুলিশ। আটককৃত হলেন, জাহিদুল ইসলাম রতন(২৫), সাইদুল ইসলাম(২৪), আমিনুর ইসলাম (২৮), নুর আলম (২৬)। তাদের দুই জনের বাড়ি বোদা উপজেলায় এবং দুই জনের বাড়ি পঞ্চগড় সদর উপজেলায়। মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ময়দানদিঘী বাজার এলাকার মনজুরুল ইসলাম মনজুর স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করে স্বামীর উপর রাগ করে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বোদায় আসেন। এ সময় মোবাইল ফোনের জাহিদুল ইসলাম রতনের সাথে ঝগড়ার বিষয়ে কথা বলেন। রতন তাকে বাবার বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে একটি মাইক্রো ভাড়া করে তাকে মাইক্রোতে করে তার তিনজন সহযোগী বন্ধুকে নিয়ে বোদা হতে ঝলইশালশিরি ইউনিয়ন হয়ে পঞ্চগড় নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে বোদা থানার ওসি তদন্ত আবু সায়েম মিয়া জানান, এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে বোদা থানায় একটি ধর্ষণের মামলা হয়েছে। মামলা দায়ের পর বুধবার ৪ জন আসামিকে আটক করে জেল হাজতে প্রেরণ করে মাইক্রোটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।