ফ্রান্সে হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ জামালপুর জেলা শাখা নামে সংগঠনটি মানববন্ধনের আয়োজন করে।
গত বুধবার (২৮ অক্টোবর) শহরের তমালতলা মোড়ে নবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গ চিত্র প্রকাশের প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য দেন জামালপুর দরবার শরীফের রওনকুল ইসলাম, আবদুল আওয়াল চিশতি, আলহাজ্ব মজিবুর রহমান, শফিকুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা ফ্রান্সে ব্যঙ্গ চিত্র প্রকাশের তীব্র নিন্দা জানান। সে সাথে ব্যঙ্গ চিত্র প্রকাশকারীর সর্বোচ্চ শাস্তি মৃতদন্ডের দাবী জানান। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ইকরামুল হক নবীন, সেলিমসহ শত শত মুসলিম জনতা মানবন্ধনে অংশ নেন।