শেরপুরের শ্রীবরদী উপজেলার চককাউরিয়া পূর্বপাড়া এলাকায় আজগর আলী (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে কোন একসময় দুর্বৃত্তরা নিহতের গোয়াল ঘরে ঢুকে তাকে হত্যা করে। পরে বুধবার (২৮ অক্টোবর) সকালে পুলিশ ওই বাড়ি থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। নিহত কৃষক ওই এলাকার আফছর আলীর ছেলে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী মজিরন জানান, তার চার ছেলে ও এক মেয়ে ঢাকায় পোশাক শ্রমিকের কাজ করে। আর ছোট মেয়ে রাজিয়া খাতুন পৌর শহরের আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও আজগর আলী গোয়াল ঘরে ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে সকালে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া। পুলিশ ঘটনাস্থলে এসে থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রহুল আমিন তালুকদার বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।