ঝিনাইদহের কালীগঞ্জে ৪২ পাউন্ড কেক কাটা, আলোচনা সভা ও মিলাদ মহাফিলের মধ্য দিয়ে পালন করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে মঙ্গলবার বিকাল ৪ টার সময় এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ উপজেলা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সাইফুজ্জামান স্বপন ও মাসুদ রানার সঞ্চালনোয় জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব আতিয়ার রহমান। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা ও উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক ইসরাইল হোসেন জীবন, পৌর বিএনপি’র যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান মনা, উপজেলা বিএনপির সদস্য ও ঝিনাইদহ জেলা তারেক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল মজিদ, উপজেলা বিএনপির সদস্য খন্দকার মফিজুর রহমান নান্নু, সিরাজুল ইসলাম মাল, পৌর বিএনপির সদস্য তিতাস, পৌর বিএনপি নেতা মনিরুজ্জামান লালসহ কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানসহ বিএনপি সকল স্তরের নেতাকর্মীদের জেল জুলুম ও হুলিয়া থেকে মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।