ইন্দুরকানীতে ইয়াবা সহ এক যুবক গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার চরনী পত্তাশী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বাগোলেরহাট বাজার সংলগ্ন দুলাল কাজির বাড়ীর সামনে থেকে রাসেল হাওলাদার (৩৫) কে ৪৮পিচ ইয়াবা সহ আটক করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। রাসেল হাওলাদার উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামের নুরুজ্জামাল হাওলাদারের ছেলে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হুমাউন কবির জানান, বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রিতা রাসেল হাওলাদারকে ৪৮পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে । মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।