হত্যার দিন অন্য মামলায় কারাগারে ছিলেন আসামি। অথচ খুনের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। ৪ বছর ৩ মাস বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার দিন বেরিয়ে এলো মারাত্মক ভুল। পিছিয়ে গেল ব্লগার ওয়াশিকুর হত্যা মামলার রায়। এ ঘটনার দায় স্বীকার করেছে রাষ্ট্রপক্ষও।
রাজধানীর তেজগাঁওয়ে নিজ বাসার সামনে ২০১৫ সালের ৩০ মার্চ কুপিয়ে হত্যা করা হয় ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে। ঘটনার পাঁচ বছর পর মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। হাজির করা হয় গ্রেফতার ৩ আসামিকেও। কিন্তু হঠাৎ রায় পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ।