এক চালকের ভুলে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। তেলবাহী ট্রেনের তিনটি কণ্টিনার ফেটে এলাকায় ডিজেলে সয়লাব। তেল সংগ্রহে রাতেই এলাকাবাসীর হাড়ি পাতিল নিয়ে দৌড়া দৌড়ি। এমনি ঘটনা ঘটেছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর রেলষ্টেশনে।
সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে দু’টি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তেলবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়ে যাওয়ায় ইজ্ঞিন, তেলের কণ্টিনার এবং লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। অপর মালবাহী ট্রেনটি দাঁড়িয়ে থাকায় সামান্য ক্ষতি গ্রস্থ হয়েছে। এ সময় তেলের তিনটি কণ্টিনার ফেটে যেয়ে আশপাশের খানাখন্দ ভরে উপচে পড়া তেলে রাস্তর উপর দিয়ে স্রােত বয়ে যায়। এ ঘটনায় খুলনা ,যশোহরের সাথে সারা দেশের রেল যোগাযোগ ৯ ঘণ্ট বন্ধ হয়ে যায়। উদ্ধার কাজ শেষে পুনরায় সকাল সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।। তবে কেউ হতাহত হয়নি।
বিষয়টি নিয়ে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে তেলবাহী ট্রেনের চালক আনিচুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই এলাকার বাবু মিয়া জানান, কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর রেলষ্টেশনের প্লাটফর্মের পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটে। তিনি জানান, রাত পৌনে দুইটার দিকে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হলে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে পড়ে। এ সময় তারা দেখেন তেলবাহী ট্রেনের কণ্টিনার তিনটির (বিটিও) একটি লাইনের ধারে উল্টিয়ে পড়ে আছে। ২টি কণ্টিনার একটি আরেকটি উপর উঠে গেছে প্রতিটি কণ্টিনার থেকে তেল পড়ে আশপাশের গর্ত নালা ভরে যেয়ে রাস্তায় স্রােত বয়ে যাচ্ছে। এ সময় তারা বাড়ী থেকে হাড়ি পাতিল এনে তেল ভরে নিয়ে যান। এ ভাবে সকাল ৯টা পর্যন্ত ওই এলাকার মানুষ তেল মাটি থেকে সংগ্রহ করে।
সাবদারপুর রেলষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, রাত ১টা ৪২মিনিটে প্রথমে দর্শনা থেকে খুলনা গামী মালবাহী ডিজিএম- ২৬ ডাউন ট্রেনটি ষ্টেশনের ১ নং লাইনে দাড়ানোর জন্য সিগন্যাল দেয়া হয়। ট্রেনটি প্লাটফর্মে ঢুকে দাড়ানোর মূহুর্তে খুলনা থেকে পার্বতীপুর গামী তেলবাহী ট্রেনটি অপর দিক থেকে সিগন্যাল অমান্য করে ১ নং লাইনে ঢুকে পড়লে এ দূর্ঘটনা ঘটে। তিনি জানান- ভোরে ইশ্বরদী থেকে ১২০ টনের ক্ষমতা সম্পূর্ণ উদ্ধারকারী ট্রেন ঘটনা স্থলে এসে পৌঁছে এবং সকাল ৭টা দিকে উদ্ধার কাজ শুরু করেন। উদ্ধার কাজ শেষ করলে বেলা ১১টার পর থেকে পুনরায় আবার ট্রেনচলাচল স্বাভাবিক হয়। রেল সূত্র জানায়, প্রতিটি কণ্টিনারে ২৬ হাজার লিটার করে ডিজেল ছিলো। যা সম্পূর্ণ পড়ে নষ্ট হয়ে গেছে। এই ডিজেলের মালিক পোট্্রা বাংলা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় এমপি ও রেলওয়ে মন্ত্রানালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাড.শফিকুল আজম খান চঞ্চল, রেলওয়ের প্রধান পরিবহন কর্মকর্তা শহিদুল ইসলাম এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুননেছা মিকি।