ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে দিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।
উপজেলা মৎস্য বিভাগ জানায়,সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে আশুগঞ্জে মেঘনা নদীতে নিষ্দ্ধি কারেন্ জাল পেতে সবধরনের মাছ ধরছে এমন খবরের ভিিিত্ততে আশুগঞ্জ মেঘনা নদীর চরসোনারামপুর থেকে লালপুর পর্যন্ত মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর বারটা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।এসময় জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম,উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাম্মত রওনক জাহান এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সায়েদুর রহমান উপস্থিত ছিলেন। আশুগঞ্জ মেঘনা নদীর চরসোনারামপুর থেকে লালপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে প্রায় ষাট হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করা হয়।জব্ধ করে আশুগঞ্জ বন্দর জামে মসজিদেন নিকট নিয়ে এসে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে এসব জ¦াল বিনষ্ট করা হয়।এব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম বলেন,মা ইলিশ রক্ষায় আমরা এই অভিযান পরিচালনা করে থাকি।এটা আমাদের রুটিন কাজ।মঙ্গলবার সকাল থেকে দুপুর বারটা পর্যন্ত এই অভিযান মেঘনা নদীতে পরিচালনা করা হয়।এসময় আমাদেরকে দেখে জেলোরা পালিয়ে যায়।এজন্য কোন জেলেকে আটক করতে পারিনি।তবে ষাট হাজার মিটার জ¦াল জব্ধ করে নিয়ে এসে আগুনে পুড়িয়ে দিয়েছি। এটা চলমান প্রক্রিয়া।এই অভিযান অব্যাহত থাকবে।যারা সরকারী নির্দেশনা মানবে না তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।