ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মেহেদী মাসুদের ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শণ। গতকাল উপজেলার ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া, টোলনা দক্ষিণ পাড়া, টোলনা গোলদার পাড়া, চেচুড়ী সাহা পাড়া, দহাকুলা পূজা মন্দির ও বরুনা রাজবংশি পাড়া পূজা মন্ডব পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেন। এ সময় মেহেদী মাসুদের নেতৃত্বে পূজা মন্ডব পরিদর্শনে উপস্থিত ছিলেন ডা: বি এম দীন মোহাম্মদ খোকা, জি এম আমির হামজা, মো: মফিদুল ইসলাম, তারক মন্ডল, যুবলীগ নেতা আল আমিন, রোমান সহ আ:লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।