ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মধূপরে যৌতুকের জন্য অন্ত:সত্বা স্ত্রীকে হত্যা করে ফাসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে রোববার দিনগত গভীর রাতে।
পুলিশ এবং অন্ত:সত্বা নিহত স্ত্রী লাভলী খানমের স্বজনরা জানান,বিয়ের পর লাভলী আড়াইসিধা খন্দকার শাহানা ফরিদ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকতার চাকুরী পায়। লাভলী চাকুরী করলেও চাকুরীর বেতনের টাকা স্বামীর হাতে দিতে বাধ্য হত। কোন মাসের বেতনের টাকা আমার লাভলী নিজে খরচ করতে পারেনি।এছাড়া আমার বোনের স্বামী খায়েস মাষ্ঠার এবং শ্বশুর আবদুর রউফ -শ্বাশুরী আমার বোনকে আরো আনতে প্রায়ই চাপদিত এবং টাকা এনে দিতে না পারলে আমার বোনকে টর্চার করত।এ বিষয়ে নিহতের ভাই ভৈরব উপজেলার চন্ডিবের খান বাড়ির সোহেল খান বলেন,আমার বোন আড়াইসিধা খন্দকার শাহানা ফরিদ উচ্চ বালিকা বিদ্যালয়ে নয় বছর ধরে শিক্ষকতা করে আসছে। শিক্ষকতা করলেও আমার বোন লাভলী খানমের চলাফেরায় কোন স্বাধীনতা ছিলনা।প্রতিটি মুহুর্তে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করত এবং বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত।এনিয়ে আমার বোনের সাথে প্রায়ই জগড়াঝাটি লেগেই থাকত।আমরা বুঝিয়েশুজিয়ে তাকে ঘর সংসার করতে বলেছি।এরপরও তার স্বামীর বাড়ির লোকজন শেষ পর্যন্ত আমার বোনকে মেওে ফাসিতে ঝুলিয়ে আত্ব হত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।আমি এই ঘটনার সাথে যারা প্রকৃতভাবে ঝড়িত তাদেও আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি নিশ্চিত করার দাবী জানায়। তবে এ বিষয়ে নিহত লাভলী খানমের স্বামী খায়েশ মাষ্ঠার এবং শ্বশুর আবদুর রউফের সাখে ফোনে কথা ভরতে চাইলে তাদের মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।এেিদকে মেয়ের ভাই সোহেল খান বরেলন,আমরা এ ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দিব। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,লাশ ময়না তদন্ত শেষ করে লাভলী খানমের বাবার বাড়ির লোকজনের নিকট হস্তান্তর করা হয়েছে।তবে কোন অভিযোগ পায়নি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।