সিরাজদিখানে টিসিবি'র পণ্য বিক্রয়ে ভীর, চাহিদার তুলনায় মালামাল অপ্রতুল। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পযন্ত উপজেলার সিরাজদিখান বাজারে সমবায় সুপার মার্কেট সংলগ্ন এ মালামাল বিক্রয় করা হয়।
এসব পণ্য ক্রয় করতে ক্রেতাদের ব্যাপক ভীর জমে এবং চাহিদা মোতাবেক পণ্য দিতে হিমসিম খায় কতৃপক্ষ। এ সময় শৃঙ্খলা অবনতি ঘটলে প্রশাসনের হস্তক্ষেপে তা ফিরে আসে।
ভোক্তারা জানান, যে পরিমান পণ্য আনা হয়েছে তা অপ্রতুল। এত বড় উপজেলায় কোন টিসিবির' পণ্য বিক্রয় হয় না। আজ আমরা সবাই যদি না পাই তাহলে এর সুফল পাবো না। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট ইসলাম শেখ, এ এস আই মনির হোসেন।
টিসিবির ডিলার মেসার্স ধর ট্রেডার্স এর স্বত্বাধিকারী শ্যামল ধর জানান, দেশে করোনা ক্রান্তিলগ্নে দেশের মানুষ খুব অসহায় ভাবে জীবন যাপন করছে। মালামালের বরাদ্দ যদি আরেকটু বেশি দেওয়া হয় তাহলে সুন্দরভাবে বিক্রয় করতে পারবো এবং নিম্নআয়ের মানুষ উপকৃত হবে।
সরকারি কার্য দিবসে উপজেলার উপজেলা মোড়, ইছাপুরা বাজার, ভবানীপুর বাজার, ভাটিমভোগ বাজারে প্রতি কেজি চিনি ৫০টাকা, মুশুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা ও পেয়াজ ৩০ টাকা দরে বিক্রয় করা হয়।