সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সনাতন ধমাবলম্ভীদের শারদীয় দুর্গা পূজার শেষদিনে বিজয়া দশমী পালন শেষে সোমবার দুপুর ১২টায় আশুগঞ্জের মেঘনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শারদীয় দুর্গা পূজা শেষ হলো। এর আগে উপজেলার প্রতিটি মন্ডবে মন্ডবে ঢাক,ঢোল বাজিয়ে মাকে বিদায় জানায় সনাতন ধর্মাবলম্ভীরা।
আশুগঞ্জ শারদীয় দুর্গাপুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নিতাইচন্দ্র ভৌমিক জানায়,সরকারের নির্দেশনা মেনে মাস্ক পড়ে আশুগঞ্জে দুর্গাপুজা শুরু শান্তিপুর্নভাবে শেষ হয়েছে। সোমবার দুপুরে বিজয়া দশমী পুজা উৎসা,উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে বিজয়া দশমী পুজা পালন করা হয়। কোন প্রকার অঘটনা ছাড়াই প্রতিবছরের ন্যায় চলতি বছরও সনাতন ধর্মাভলম্ভীরা দুগা পুজা পালন করতে পেরেছে।এজন্য আইনশৃংখলা বাহিনী এবং সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন জানায়।
এদিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাবেদমাহমুদ বলেন,সনাতন ধর্মাবলম্ভীদের শারদীয় দুর্গাপুজা আশুগঞ্জে শান্তিপুর্ন পরিবশে শেষ হয়েছে।